Tuesday, October 3, 2023
HomeDivision of BangladeshDhaka৪০ দিন ঘর থেকে বের হয় না সমাধান চাই ভাগনে পাবজি খেলায়...

৪০ দিন ঘর থেকে বের হয় না সমাধান চাই ভাগনে পাবজি খেলায় আসক্ত হয়ে

৪০ দিন ঘর থেকে বের হয় না সমাধান চাই ভাগনে পাবজি খেলায় আসক্ত হয়ে | আমার ছোট ভাগনের বয়স ১৬ বছর। নবম শ্রেণির ছাত্র। তারা দুই ভাই কোনো বোন নেই। বাবা দীর্ঘদিন ধরে জাহাজে চাকরি করছেন। সম্প্রতি বড় ভাগনে বাবার সঙ্গে কাজে যোগ দিয়েছে। তার বাবা তিন চার বছর পরপর বাড়িতে আসেন। ভাগনেকে নিয়ে একটা বাসায় ভাড়া থাকেন আমার বোন। ভাগনে খুব সহজ সরল ও মেধাবী। বর্তমানে সে ফ্রি ফায়ার পাবজি প্রভৃতি অনলাইন গেমে আসক্ত হয়ে পড়েছে। ৪০ দিন ধরে সে

তার রুম থেকে বের হয় না। দিনে ঘুমায় রাতে জেগে থাকে। সে ২০০ টাকা চাইলে তার মা যদি দিতে একটু দেরি করে তাহলে বাসার কাপড়চোপড় ও জিনিসপত্র নষ্ট করে। সেই সঙ্গে টাকার পরিমাণ বাড়িয়ে ৫ হাজার করে ফেলে। টাকা দিতে মাকে বাধ্য করে। এখন সে খুবই চুপচাপ থাকে। মাঝে মাঝে টাকা আদায়ে প্রচণ্ড জেদ করে। মায়ের সঙ্গে জেদ ছাড়া অন্য কোনো খারাপ আচরণ করে না। খাওয়াদাওয়ায় তেমন কোনো মনোযোগ নেই। বাবার প্রতি আগ্রহ অনেক কম। বাবার সঙ্গে সে কথা বলতে চায় না বলেও না। এ ব্যাপারে তার মা সমাধান চান।

Spread the love
RELATED ARTICLES

Most Popular

Recent Comments