Sunday, December 10, 2023
HomeDivision of Bangladesh৫০ লাখ টাকার সোনা বেনাপোলে ভারতগামী যাত্রীর পেটে মিললো

৫০ লাখ টাকার সোনা বেনাপোলে ভারতগামী যাত্রীর পেটে মিললো

৫০ লাখ টাকার সোনা বেনাপোলে ভারতগামী যাত্রীর পেটে মিললো |বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ভারতগামী দুই বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীর কাছ থেকে ৬টি সোনার বার উদ্ধার করেছেন বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সদস্যরা। এসব সোনার বারের ওজন ৬৯৬ গ্রাম।বৃহস্পতিবার ২৫ মে বিকেলে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস থেকে তাদের আটক করা হয়। এরপর এক্সরে করে তাদের পেটে সোনা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা।আটকরা হলেন পটুয়াখালী জেলার দশমিনা থানার ফরিদাবাদ গ্রামের শাহাজান মিয়ার ছেলে আবুল হোসেন ২২। অন্যজন শরীয়তপুর জেলার জাজিরা থানার পাড়েরচর গ্রামের রাজ্জাক বেপারীর ছেলে মো. হৃদয় ২১।

বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ পরিচালক শায়েখ আরেফীন জাহেদী জানান গোপন খবরে জানতে পারি ভারতগামী দুই বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে সোনার একটি চালান ভারতে পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমসে নজরদারি বাড়ানো হয়। পরে ওই যাত্রী ইমিগ্রেশনে প্রবেশ করলে তাদের সন্দেহজনকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তাদের কাছে সোনা থাকার কথা অস্বীকার করলে দুইজনকে বেনাপোলের একটি ক্লিনিকে নিয়ে এক্সরে করা হয়। এক্সরেতে দুইজনের পেটের মধ্যে ৩টি করে ৬টি সোনার বার পাওয়া যায়। এসব বারের আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

Spread the love
RELATED ARTICLES

Most Popular

Recent Comments