তিনটি বিদ্যালয়ের ২৬ শিক্ষার্থী অসুস্থ তীব্র গরমে দাউদকান্দিতে একটির পরীক্ষা স্থগিত | প্রচণ্ড গরমে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ৩টি উচ্চবিদ্যালয়ের ২৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ২৩ জনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টার মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের আজ ও আগামীকাল বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।অর্ধবার্ষিক পরীক্ষার প্রথম দিনে |অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীরা হলো গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির তাবাচ্ছুম আক্তার সুমাইয়া আক্তার সামিয়া আক্তার তানিয়া আক্তার মারিয়া আফরিন সাইফুল ইসলাম জাহিদ হাসান তাওহিদ হাসান অষ্টম শ্রেণির শিক্ষার্থী মায়মুনা
আক্তার তন্নীমা আক্তার ফাহিয়া তাছিন কারিমা আক্তার কবিতা আক্তার আমেনা আক্তার চন্দ্রিমা রানী রায় ফাতেমা আক্তার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জাকিয়া আক্তার মালিহা আক্তার গৌরীপুর বিলকিস মোশাররফ বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তনিমা আক্তার ও চিনামুড়া এল এন উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী পইকরা আক্তার খাদিজা আক্তার নবম শ্রেণির শিক্ষার্থী ওহি ভূঁইয়া, নারান্দিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জায়েদা আক্তার। তাদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সুস্থ হওয়ার পর ১৬ শিক্ষার্থীকে বাড়িতে পাঠানো হয়। অন্যদের চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে।প্রচণ্ড গরমের কারণে গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের আজ ও আগামীকালের অর্ধবার্ষিক পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে। এ বিষয়ে পরে ব্যবস্থা নেওয়া হবে।