Sunday, December 10, 2023
Home Blog Page 2

তিনটি বিদ্যালয়ের ২৬ শিক্ষার্থী অসুস্থ তীব্র গরমে দাউদকান্দিতে একটির পরীক্ষা স্থগিত

তিনটি বিদ্যালয়ের ২৬ শিক্ষার্থী অসুস্থ তীব্র গরমে দাউদকান্দিতে একটির পরীক্ষা স্থগিত | প্রচণ্ড গরমে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ৩টি উচ্চবিদ্যালয়ের ২৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ২৩ জনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টার মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের আজ ও আগামীকাল বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।অর্ধবার্ষিক পরীক্ষার প্রথম দিনে |অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীরা হলো গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির তাবাচ্ছুম আক্তার সুমাইয়া আক্তার সামিয়া আক্তার তানিয়া আক্তার মারিয়া আফরিন সাইফুল ইসলাম জাহিদ হাসান তাওহিদ হাসান অষ্টম শ্রেণির শিক্ষার্থী মায়মুনা

আক্তার তন্নীমা আক্তার ফাহিয়া তাছিন কারিমা আক্তার কবিতা আক্তার আমেনা আক্তার চন্দ্রিমা রানী রায় ফাতেমা আক্তার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জাকিয়া আক্তার মালিহা আক্তার গৌরীপুর বিলকিস মোশাররফ বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তনিমা আক্তার ও চিনামুড়া এল এন উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী পইকরা আক্তার খাদিজা আক্তার নবম শ্রেণির শিক্ষার্থী ওহি ভূঁইয়া, নারান্দিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জায়েদা আক্তার। তাদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সুস্থ হওয়ার পর ১৬ শিক্ষার্থীকে বাড়িতে পাঠানো হয়। অন্যদের চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে।প্রচণ্ড গরমের কারণে গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের আজ ও আগামীকালের অর্ধবার্ষিক পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে। এ বিষয়ে পরে ব্যবস্থা নেওয়া হবে।

আজীবন টিকে থাকবে ৫০ বছরে সোলস

আজীবন টিকে থাকবে ৫০ বছরে সোলস | ১৯৭৩ সালে চট্টগ্রামে যাত্রা শুরু করা ব্যান্ড সোলস ৫০ বছর পূর্তি উপলক্ষে নানা উদ্যোগ নিয়েছে। যার শুরুটা হয়েছে লোগো উন্মোচনের মাধ্যমে। আজ মঙ্গলবার দুপুরে ঢাকার গুলশান ক্লাবে লোগো উন্মোচন করা হয়। এতে ব্যান্ডের বর্তমান সদস্যরা ছাড়াও শুরুর দিককার কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। ছবিতে দেখে নেওয়া যাক আজকের দিনে সোলস ব্যান্ডের সদস্যদের চট্টগ্রামের ব্যান্ড সোলস নিজেদের দরিয়ার কূলের মানুষ হিসেবে মনে করছে। তাই

ব্যান্ডের লোগোতেও সাগরের নীল জলরাশিকে প্রাধান্য দিয়েছে। তেমনি তেজোদীপ্ত ব্যাপারটি বোঝাতে রক্তাক্ত লাল রং ও ব্যবহার করেছে সোলসের ৫০ বছর পূর্তিতে লোগো উন্মোচন অনুষ্ঠানে হাজির ছিলেন সাবেক সদস্য ও রেনেসাঁর বর্তমান সদস্য পিলু খান। তিনি বলেন সোলসের সঙ্গে থাকতে পেরে ধন্য মনে করছি। সোলসের সাফল্য দেখে অন্য সবার মতো আমারও ভালো লাগে। একটা ব্যান্ডকে টিকিয়ে রাখার জন্য একজন কমপ্লিট মিউজিশিয়ান লিডার দরকার। আজ ব্যান্ডের সবাই ভাগ্যবান যে পার্থর মতো একজন লিডার পেয়েছে। আমিও কৃতজ্ঞতা জানাই সোলসকে ধরে রেখেছে। সোলস আজীবন টিকে থাকবে।

বিএসএফের ওপর হামলা মণিপুরে একজন নিহত

বিএসএফের ওপর হামলা মণিপুরে একজন নিহত | ভারতের মণিপুরে এবার নিরাপত্তারক্ষী বাহিনীর ওপর সরাসরি হামলা হলো। বিচ্ছিন্নতাবাদীদের হামলায় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের অন্তত এক সদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিএসএফের এক মুখপাত্র আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছেন।নিহত ওই বিএসএফ সদস্যের নাম রঞ্জিত যাদব। তাঁকে মণিপুরের কাকচিং জেলার সুগনু এলাকার সেরো গ্রামে একটি বিদ্যালয়ে মোতায়েন করা হয়েছিল। রঞ্জিত যাদব দ্বিতীয় বিএসএফ কর্মী যিনি মণিপুরে সহিংসতা দমন করতে গিয়ে নিহত হলেন।

বিএসএফের এক মুখপাত্র জানিয়েছেন গতকাল সোমবার ভোর চারটার দিকে সন্দেহভাজন কুকি বিচ্ছিন্নতাবাদীরা সেরোর ওই বিদ্যালয়ে বিএসএফ কর্মীদের ওপর গুলি চালান। এ সময় রঞ্জিত যাদব আহত হন। পরে তাঁকে কাকচিংয়ের জিতান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

পেঁয়াজ এসেছে হিলি স্থলবন্দর দিয়ে ৪২ ট্রাকে আরও ৮৮৯ টন

পেঁয়াজ এসেছে হিলি স্থলবন্দর দিয়ে ৪২ ট্রাকে আরও ৮৮৯ টন | মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এসব পেঁয়াজ আসে।দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে আরও ৪২টি ট্রাকে করে ভারত থেকে আমদানি করা ৮৮৯ মেট্রিক টন পেঁয়াজ এসেছে।কৃষি মন্ত্রণালয় গত রোববার জানায় আজ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া শুরু করবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সঙ্গনিরোধ শাখা। এরপরই পাইকারি বাজারে দাম কমতে শুরু করে।

স্কুলছাত্রীর মৃত্যু তালের শাঁস খাওয়ার পর বমি

স্কুলছাত্রীর মৃত্যু তালের শাঁস খাওয়ার পর বমি | সকাল ১০টায় স্কুলের প্রথম ক্লাস শুরু হয়। প্রথম ক্লাস চলার শেষ পর্যায়ে ওই ছাত্রীর মা নাস্তা নিয়ে স্কুলে আসেন। সকাল থেকে মেয়ে কিছু খায়নি বলে স্কুল কর্তৃপক্ষকে জানান তিনি। নাস্তায় রুটি ও তালের শাঁস ছিল। মা চলে যাবার পর প্রথম ক্লাস শেষ হয়। এসময় হাবিবা রুটি না খেয়ে শুধুমাত্র তালের শাঁস খায়। একটু পর বমি শুরু হয় তার। বমির একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম জানান ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে স্কুল থেকে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। এর মাঝেই

তার আত্মীয়স্বজনদের খবর দেওয়া হয়। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় রেফার করা হলে পথে তার মৃত্যু হয়।দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান জানান ওই ছাত্রীকে হাসপাতালে আনার পর সে অবচেতন ছিল। আমরা তাকে ঢাকায় রেফার করি। তিনি জানান ওই ছাত্রী স্কুলে আসার পর তালের শাঁস খায়। এরপর বমি করে অসুস্থ হয়ে পড়ে। আমরা তাকে ঠিকভাবে পরীক্ষা করার মতো পর্যাপ্ত সময় পাইনি। ঠিক হিটস্ট্রোকে সে মারা গেছে কিনা তাও নিশ্চিত নই।কুমিল্লার দাউদকান্দিতে তালের শাঁস খেয়ে বমি করার পর অসুস্থ হয়ে হাবিবা আক্তার ১১ নামের ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার গৌরিপুর আফতাব সুবল হাইস্কুলে এই ঘটনা ঘটে। সে পার্শ্ববর্তী তিতাস উপজেলার নাগেরচর গ্রামের জিয়াউল হকের মেয়ে।

অভিনেতা টার্মিনেটর হৃদ্‌যন্ত্র বন্ধ হয়ে যাচ্ছিল গৃহকর্মীর গর্ভে গোপন সন্তান স্ত্রীকে বলতে

অভিনেতা টার্মিনেটর হৃদ্‌যন্ত্র বন্ধ হয়ে যাচ্ছিল গৃহকর্মীর গর্ভে গোপন সন্তান স্ত্রীকে বলতে | তিনি যখন ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচিত হন, তখনো ছয় নারী তাঁর বিরুদ্ধে হয়রানির অভিযোগ তোলেন। তবে বরাবরই নিজেকে নির্দোষ দাবি করেন আর্নল্ড শোয়ার্জেনেগার। তবে দুই দশক পর নারীদের সঙ্গে অসদাচরণের জন্য ক্ষমা চাইলেন অভিনেতা। শুধু তাই নয় মুখ খুললেন গোপন সন্তান নিয়েও। খবর পিপলস ডটকম সিএনএনের একাধিক নারী তাঁর বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ করেছিলেন।গৃহকর্মীর সন্তান নিয়ে কথা বলেছেন শোয়ার্জেনেগার। তিনি জানান কীভাবে নিজের গোপন সন্তানের কথা স্ত্রীকে জানিয়েছিলেন

১৯৮৬ সালে মারিয়া শ্রিভারকে বিয়ে করেন শোয়ার্জেনেগার। ২০২১ সালে বিচ্ছেদের আগে তিন দশকের বেশি সময় সংসার করেছেন তাঁরা। তাঁদের সংসারে চার সন্তান আছে। শ্রিভারের সঙ্গে দাম্পত্য জীবনে থাকার সময় ১৯৯৬ সালে গৃহকর্মী মিলড্রেড বেনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন শোয়ার্জেনেগার। তাঁদের সংসারে জোসেফ বেনা নামে একটি ছেলেও হয়।দাম্পত্য কলহ নিয়ে অনেক দিন কাউন্সেলরের শরণাপন্ন হয়েছেন আর্নল্ড শোয়ার্জেনেগার ও শ্রিভার। তখনই গৃহকর্মীর সঙ্গে সন্তান নিয়ে স্ত্রীর কঠিন প্রশ্নের মুখে পড়তে হয় শোয়ার্জেনেগারকে।মারিয়ার হয়ে কাউন্সেলর যখন জানতে চান জোসেফ তাঁর সন্তান কি না শোয়ার্জেনেগারের তখন মনে হচ্ছিল তাঁর হৃদ্‌যন্ত্র বুঝি বন্ধ হয়ে যাবে। এরপর তিনি সত্যিটা বলে দেন।

আধুনিকায়ন ও আর্থিক দীনতা দূর করতে হবে শিক্ষা খাতকে

আধুনিকায়ন ও আর্থিক দীনতা দূর করতে হবে শিক্ষা খাতকে | জাতিকে উন্নত করতে পারলে প্রজন্মকে মানুষ হিসেবে গড়ে তুলতে পারলেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে। তার জন্য শিক্ষা খাত আধুনিকায়ন ও আর্থিক যে দীনতা রয়েছে তা থেকে মুক্তি দিতে হবে। গতানুগতিক শিক্ষার বাইরে যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য শিক্ষা প্রতিষ্ঠানকে সেভাবে সকল সুবিধা দিতে হবে।

মঙ্গলবার নগরের থিয়েটার হলে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা ও গণসাক্ষরতা অভিযানের আয়োজনে আয়োজিত ন্যায্যতাভিত্তিক বিনিয়োগ  শিক্ষায় অর্থায়নে ঔপনিবেশিকতার অবসান শীর্ষক সভায় বক্তারা এসব কথা বলেন। জেএসইউএসর পরিচালক সাঈদুল আরেফীনের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার উন্নয়ন আনোয়ার পাশা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরিফুল ইসলাম।সরকারের ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে শিক্ষকরা কাজ করছেন।

সপ্তাহ দুয়েকের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী

সপ্তাহ দুয়েকের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী | দেশজুড়ে চলমান লোডশেডিংয়ের জন্য দুঃখপ্রকাশ করে সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এটা বেশি দিনের জন্য না। আমরা মনে করি ১৫ থেকে ১৬ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। সবাইকে একটু ধৈর্য ধরুন।  তিনি বলেছেন লোডশেডিং বেশিদিন থাকবে না। এ মাসের মধ্যে সমাধান করতে পারবো। মঙ্গলবার ৬ জুন জাতীয় সংসদে ২০২২-২৩

অর্থবছরের সম্পূরক বাজেটে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের বিষয়ে সংসদ সদস্যদের বক্তব্যের জবাবে এ কথা বলেন তিনি।এসময় চলতি অর্থবছরে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের জন্য ৩২ কোটি ৪৬ লাখ চার হাজার টাকা মঞ্জুরি দাবি করেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তার এ দাবিতে ছাঁটাই প্রস্তাব দেন ১০ জন সংসদ সদস্য। তবে, আলোচনায় অংশ নেন ছয়জন। বাকিরা অনুপস্থিত ছিলেন।ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে নসরুল হামিদ বলেন করোনা আমাদের অনেক ক্ষতি করেছে। জিনিসপত্রের দাম বেড়ে গেছে মেমোরি লস অল্পতেই ভুলে যাওয়া হয়েছে।

আমরা খুব দ্রুত ভুলে যাই। আগে ১৬ ঘণ্টা ১৮ ঘণ্টা বিদ্যুৎ থাকতো না। সেখান থেকে আমরা শতভাগ বিদ্যুতায়ন করেছি।বর্তমান সংকটের প্রেক্ষাপট তুলে ধরে নসরুল হামিদ বলেন আমরা সময়মতো কয়লার জন্য এলসি করতে পারিনি। বৈশ্বিক ব্যবস্থা ও বর্তমানে অর্থনৈতিক ব্যবস্থা সবকিছুর ওপর চিন্তা করে কয়লা আনতে পারিনি। যার কারণে পায়রার এ অবস্থা। আগামী ১৫ দিনের মধ্যে প্ল্যান্ট চালু করে দেবো।তিনি বলেন আমাদের নতুন পাওয়ার প্ল্যান্ট চালু হবে পায়রা চালু হবে। রামপাল চলছে। এসএস পাওয়ার চালু হয়ে যাবে। আমরা ভারত থেকে বিদ্যুৎ আনছি। আরও নিয়ে আসবো। কিন্তু কিছু কিছু জায়গা আমাদের যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে বৈশ্বিক জ্বালানির দাম বেড়ে যাওয়ায় অর্থের জোগানে সমস্যা হয়েছে।

১ কোটি ৩৮ লাখ টাকা গাড়ির গতিসীমা লঙ্ঘন করে জরিমানা গুনলেন

১ কোটি ৩৮ লাখ টাকা গাড়ির গতিসীমা লঙ্ঘন করে জরিমানা গুনলেন | আলান্ড আইল্যান্ডসে যেকোনো চালকের আয় বিবেচনা করে জরিমানা করা হয়ে থাকে৷ যে ব্যক্তিকে জরিমানা করা হয়েছে, তাঁর নাম আন্দার্স ভিকলফ৷ তিনি ওই এলাকার একজন ধনী ব্যক্তি৷ তাঁকে সেখানে রাজা নামেও ডাকা হয়৷ লজিস্টিকস হেলিকপ্টার সার্ভিস রিয়েল এস্টেট ট্রেড ও পর্যটন খাতে তাঁর ব্যবসা রয়েছে ৷ সর্বোচ্চ গতিসীমার চেয়ে জোরে গাড়ি চালানোয় ফিনল্যান্ডের আলান্ড আইল্যান্ডসের এক ব্যক্তিকে ১ লাখ ২০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে ৷ বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৩৮ লাখ ৩৯ হাজার টাকা৷

এর আগে ২০১৮ সালে একই অপরাধে ভিকলফকে ৬৩ হাজার ৬৮০ ইউরো সাড়ে ৭৩ লাখ টাকা জরিমানা করা হয়েছিল ৷ এর বছর পাঁচেক আগে অতিদ্রুতগতিতে গাড়ি চালানোর দায়ে তাঁকে ৯৫ হাজার ইউরো ১ কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়৷সুইডেন ও ডেনমার্কের মধ্যে বাল্টিক সাগরে অবস্থিত একটি স্বায়ত্তশাসিত এলাকা হচ্ছে আলান্ড আইল্যান্ডস৷ সেখানকার যে সড়কে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে গাড়ি চালানোর কথা সেখানে ঘণ্টায় ৮২ কিলোমিটার বেগে গাড়ি চালাতে গিয়ে গত শনিবার পুলিশের হাতে ধরা পড়েন ভিকলফ৷ নির্দিষ্ট মাত্রার বেশি গতিতে গাড়ি চালানোর জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি ৷ তাঁর আশা জরিমানার টাকা স্বাস্থ্যসেবায় খরচ করা হবে ৷

১৪–১৭ টাকা কেজিতে পেঁয়াজ আসছে ভারত থেকে

১৪–১৭ টাকা কেজিতে পেঁয়াজ আসছে ভারত থেকে |প্রথম দিন তিনটি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়। এই তিনটি বন্দর হলো দিনাজপুরের হিলিকে | স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। তিন স্থলবন্দরের কাস্টমস স্টেশনের তথ্যে দেখা যায় প্রতি চালানে প্রতি কেজি পেঁয়াজ আমদানি হয়েছে ১৩ থেকে ১৬ সেন্টে। ডলারের বিনিময়মূল্য ১০৮ টাকা ১৭ পয়সা ধরে মানভেদে আমদানিমূল্য দাঁড়ায় ১৪ থেকে ১৭ টাকা ৩০ পয়সা। গড়ে দাম পড়ে কেজি প্রতি প্রায় সাড়ে ১৫ টাকা। প্রতি কেজিতে করভার গড়ে সাড়ে ৩ টাকা। এ হিসাবে শুল্ক করসহ পেঁয়াজ আমদানিতে খরচ

পড়ে প্রায় ১৯ টাকা | পেঁয়াজ আমদানির অনুমতির প্রথম দিন গতকাল সোমবার দেশের তিনটি স্থলবন্দর দিয়ে ১ হাজার ৪০৭ টন পেঁয়াজআমদানি হয়েছে। এসব পেঁয়াজ আমদানি হয়েছে গড়ে প্রায় সাড়ে ১৫ টাকায়। নয়জন ব্যবসায়ী প্রথম দিন এসব পেঁয়াজ আমদানি করেছেন। আজ মঙ্গলবারও স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির খবর পাওয়া গেছে।জানতে চাইলে হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি ও খান ট্রেডার্সের কর্ণধার হারুন উর রশীদ গরমের কারণে পেঁয়াজ নষ্ট হচ্ছে বেশি। সবকিছু ধরেও প্রতি কেজি ২৫-৩০ টাকার কাছাকাছি খরচ পড়তে পারে। ভোক্তা পর্যায়ে এই পেঁয়াজের দাম ৪০ টাকার বেশি হওয়ার কথা নয়।

আমদানি করা পেঁয়াজ এখনো খুচরা বাজারে সেভাবে বাজারজাত হয়নি। কাল পরশুর মধ্যে ঢাকা চট্টগ্রামের খুচরা বাজারে ভারতীয় পেঁয়াজ বাজারজাত হতে পারে বলে ধারণা দিয়েছেন আমদানিকারকেরা।পেঁয়াজ আমদানি করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংঘনিরোধ বিভাগ থেকে অনুমতি নিতে হয়। এই অনুমতি নিয়েই ব্যাংকে ঋণপত্র খুলতে পারেন আমদানিকারকেরা। কৃষকদের স্বার্থে গত মার্চ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া বন্ধ করে দেয় কৃষি বিভাগ। তাই গত ১৫ মার্চ থেকে ৪ জুন পর্যন্ত দেশের বাজারে ভারতীয় পেঁয়াজ আমদানি হয়নি।