Sunday, December 10, 2023
Home Blog Page 3

২৫০০ কোটি টাকার রাজস্ব দেয়ার নির্দেশ ৪ মোবাইল কোম্পানিকে

২৫০০ কোটি টাকার রাজস্ব দেয়ার নির্দেশ ৪ মোবাইল কোম্পানিকে |সোমবার বিকালে জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের লিখিত উত্তরে এ কথা জানান আইনমন্ত্রী। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। সোমবারের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়।চারটি মোবাইল ফোন কোম্পানিকে ২,৫০০ কোটি টাকা সরকারের অনাদায়ী রাজস্ব সরকারকে দেওয়ার জন্য সুপ্রীম কোর্টের আপীল বিভাগ সিদ্ধান্ত দিয়েছেন বলে

জানিয়েছেন আইনমন্ত্রী আসিনুল হক।এ সময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সরকারের রাজস্ব সংক্রান্ত পাওনা আদায়ের মামলাসমূহ নিষ্পত্তির লক্ষ্যে বাংলাদেশ সুপ্রীম কোর্ট অগ্রাধিকার প্রদান করছে। যে সকল রিট মামলার কারণে সরকারের বিশাল পরিমাণ রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে প্রধান বিচারপতির সদয় নির্দেশনাক্রমে উক্ত রিট বেঞ্চ সমূহ এ ধরনের মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে। সম্প্রতি আপীল বিভাগ ২০২৩ সালের জানুয়ারি মাসে মোট নয়টি মামলা একত্রে শুনানি করে একটি রায়ের মাধ্যমে গ্রামীণফোন লিমিটেডকে ১,১৬৩ এক হাজার একশত তেষট্টি কোটি রবি আজিয়াটা লিমিটেড ও

এয়ারটেল লিমিটেডকে ৬৬৫+৫০=৭১৫ সাতশত পনের কোটি এবং বাংলালিংক লিমিটেডকে ৬২৫ ছয়শত পঁচিশ কোটি সর্বমোট ১,১৬৩+৭১৫+৬২৫= ২,৫০০ দুই হাজার পাঁচশত তিন কোটি টাকা সরকারের অনাদায়ী রাজস্ব বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন তথা সরকারকে প্রদানের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত প্রদান করেছেন। বিগত বছরে বাংলাদেশ সুপ্রীম কোর্ট রাজস্ব সংক্রান্ত উল্লেখযোগ্য পরিমাণ মামলা নিষ্পত্তি করে যাতে সরকারের বিপুল অংকের রাজস্ব আদায় হয় বলে জানান আইনমন্ত্রী।

বিদ্যালয় বন্ধ প্রচণ্ড গরমে

বিদ্যালয় বন্ধ প্রচণ্ড গরমে| সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ থাকবে। পরের দুই দিন সাপ্তাহিক ছুটির দিন।প্রচণ্ড গরম আরও পাঁচ থেকে ছয় দিন অব্যাহত থাকতে পারে।রাজধানীর মিরপুরের বাসিন্দা এক নারী গতকাল রোববার সন্তানকে নিয়ে স্কুল থেকে ফেরার পর বলেছিলেন তিনি আগামী কয়েক দিন তাঁর সন্তানকে আর স্কুলে পাঠাবেন না। পড়াশোনার ক্ষতি যদি হয় হোক।এই নারীর সন্তান মিরপুরের একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়ে। দেখা গেছে শিশুটি ঘেমে অস্থির। মুখমণ্ডলে ঘামাচি উঠে ভরে গেছে। সর্দিতেও আক্রান্ত।সকালের এই ঘটনার পর বিকেলে জানা যায় দেশের

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কিন্তু বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত আসেনি।ফলে বেসরকারি স্কুলের শিশুশিক্ষার্থীদের এই গরমেও ক্লাসে যেতে হবে কি না তা স্পষ্ট নয়।অভিভাবকেরা বিভ্রান্তিতে যেমন রয়েছেন তেমনি সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগেও রয়েছেন। সিদ্ধান্ত হয়নি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রেও।এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে তীব্র এবং বেশির ভাগ অঞ্চলে মাঝারি ও মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রচণ্ড গরম আরও পাঁচ থেকে ছয় দিন অব্যাহত থাকতে পারে।

পুরোপুরি বন্ধ পায়রা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন

পুরোপুরি বন্ধ পায়রা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন |কয়লা না থাকায় পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেল।ডলার সংকটে বিল বকেয়া থাকায় কয়লা সরবরাহ বন্ধ হয়ে গেছে দেশের সবচেয়ে বড় এই বিদ্যুৎকেন্দ্রে। নতুন করে কয়লা এলে চলতি মাসের শেষ নাগাদ বিদ্যুৎকেন্দ্রটি আবার উৎপাদনে ফিরতে পারে।পায়রা বিদ্যুৎকেন্দ্রের মালিকানায় রয়েছে চীন ও বাংলাদেশের যৌথ উদ্যোগে গঠিত বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি বিসিপিসি।পটুয়াখালীর পায়রা বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিট মিলে উৎপাদনের সক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট।তিন বছর আগে উৎপাদনে আসে পায়রা বিদ্যুৎকেন্দ্র। তারপর

এবারই প্রথম বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেল। এতে বাড়তে পারে লোডশেডিং।এর আগে ডলার সংকটে কয়লা কিনতে না পেরে দুই দফায় বন্ধ হয়েছিল বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্র। তবে এই বিদ্যুৎকেন্দ্রটি এখন উৎপাদনে রয়েছে।বিসিপিসির দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন বেশ কিছুদিন ধরে এই কেন্দ্র দিনে গড়ে ১ হাজার ২০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ করে আসছিল। কয়লা না থাকায় গত ২৫ মে কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়। এরপর ৬৬০ মেগাওয়াট ক্ষমতার বাকি ইউনিট থেকে দিনে ৩০০ থেকে ৬২০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছিল। এভাবে ২ জুন পর্যন্ত চালানোর কথা ছিল। তবে উৎপাদন কমিয়ে দুই দিন বাড়তি চালানো হয়। এখন উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেল।

আজ দুপুর সাড়ে ১২টায় পায়রা বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ করা হয় বলে নিশ্চিত করেছেন বিসিপিসির ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম।খোরশেদুল আলম বলেন বকেয়ার ১০ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। এতে পায়রা বিদ্যুৎকেন্দ্রের ওপর আস্থা রেখে কয়লা সরবরাহ শুরু করতে যাচ্ছে সরবরাহকারী প্রতিষ্ঠান। যত দ্রুত কয়লা আনা যায় তার চেষ্টা চলছে।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পিডিবি কর্মকর্তারা বলছেন তিন বছর ধরে পায়রা থেকে বিদ্যুৎ আসছে। আগে এক দিনের জন্যও বিদ্যুৎ আসা বন্ধ হয়নি। দেশের সবচেয়ে নির্ভরযোগ্য এই বিদ্যুৎকেন্দ্র কয়লার অভাবে বন্ধ হয়ে যাওয়ায় উৎপাদন অনেক কমে যাবে। এতে বিদ্যুতের চাহিদা ও উৎপাদনের মধ্যে বড় পার্থক্য তৈরি হবে। এ কারণে লোডশেডিং বাড়তে পারে। এমনিতেই গ্যাসের অভাবে এখন অনেক বিদ্যুৎকেন্দ্র চালানো যাচ্ছে না।

মাওলানা ইয়াহইয়ার দাফন সম্পন্ন হেফাজত নেতা

মাওলানা ইয়াহইয়ার দাফন সম্পন্ন হেফাজত নেতা | গতকাল শুক্রবার দিবাগত রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাওলানা ইয়াহইয়া। তাঁর মৃত্যুতে মহাপরিচালকের পদ শূন্য হওয়ায় আজ দুপুরে বৈঠক বসে মাদ্রাসা পরিচালনা কমিটি। বিকেলে বৈঠকটি শেষ হয়।মাগরিবের নামাজের পর হাটহাজারী মাদ্রাসার মাঠে নতুন মহাপরিচালক ও সহকারী পরিচালকের নাম ঘোষণা করেন মাদ্রাসা পরিচালনা কমিটি শুরা সদস্য মাওলানা সালাউদ্দিন নানুপুরী। তিনি বলেন

দুপুরে বৈঠকের পর গোপন ভোটের মাধ্যমে মাদ্রাসার মহাপরিচালক মুহতামিম পদে মুফতি খলিলুর আহমেদ নির্বাচিত হয়েছেন। আর সহকারী পরিচালক নায়েবে মুহতামিম নির্বাচিত হয়েছেন মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা শোয়াইব জমিরী। শুরা বৈঠকে সভাপতিত্ব করেন ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী।চট্টগ্রামের দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা ইয়াহইয়ার দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার বাদ মাগরিব মাদ্রাসার মাঠে মাওলানা ইয়াহহিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মাদ্রাসাসংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

নারী উদ্যোক্তা তৈরির কারিগর ছিলেন রোকিয়া আফজাল রহমান স্মরণসভা

নারী উদ্যোক্তা তৈরির কারিগর ছিলেন রোকিয়া আফজাল রহমান স্মরণসভা | স্বাধীন দেশে ১৯৮০ সালে তিনি হিমাগার স্থাপন করে কৃষি ব্যবসা শুরু করেন রোকিয়া আফজাল রহমান |রোকিয়া আফজাল রহমান ছিলেন গত শতকের ষাটের দশকে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম নারী ব্যাংক ব্যবস্থাপক। তিনি ছিলেন নারী উদ্যোক্তা তৈরির অন্যতম কারিগর। বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকিয়া আফজাল রহমানের স্মরণসভায় বক্তারা এভাবে তাঁর মূল্যায়ন করেন। পরে তিনি অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে নারীদের মর্যাদা বৃদ্ধি এবং নারী নির্যাতন বন্ধের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেন।রোকিয়া আফজাল রহমানের বোন বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্ট্রাপ্রেনিউরস বিএফডব্লিউই সহসভাপতি খাদিজা আফজাল বলেন তাঁর বোন পরিবারের প্রত্যেকের প্রয়োজনের সময়ে পাশে থাকতেন। বোনের কারণে তিনিও উদ্যোক্তার জীবন পেয়েছেন।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকিয়া আফজাল রহমানের স্মরণসভায় বক্তব্য দেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। আজ শনিবার রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারেসভায় রোকিয়া আফজাল রহমানের সম্পর্কে বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তাঁর বড় মেয়ে ইরাম মরিয়ম। মা একটি পূর্ণ জীবনযাপন করেছেন উল্লেখ করে তিনি বলেন মায়ের জগৎ ছিল পরিবার স্বজন ও কর্মস্থলের মানুষদের নিয়ে। নারী উদ্যোক্তাদের তিনি বলতেন আমার মেয়েরা।আর্থিক প্রতিষ্ঠান মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস মাইডাস ও মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড এমএফএল আজ শনিবার রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে এ স্মরণসভার আয়োজন করে। গত ৫ এপ্রিল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোকিয়া আফজাল রহমান মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি আর্থিক প্রতিষ্ঠান এমএফএলের চেয়ারপারসন ও মাইডাসের পরিচালক ছিলেন।

আরও দুইদিন অব্যাহত থাকতে পারে তীব্র তাপপ্রবাহ

আরও দুইদিন অব্যাহত থাকতে পারে তীব্র তাপপ্রবাহ | শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৪১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ৩৭ মিলিমিটার।দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ আরও অন্তত দুইদিন অব্যাহত থাকতে পারে। এরপর বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা। আজ শনিবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

এ অবস্থায় রবিবার ৪ জুন সন্ধ্যা পর্যন্ত খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।এদিকে রাজশাহী নওগাঁ নীলফামারী ও দিনাজপুর জেলাগুলোর ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগসহ রংপুর ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ এবং মৌলভীবাজার চাঁদপুর ও নোয়াখালী জেলাগুলোর ওপর দিয়ে

মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৬ থেকে ১০ কিলোমিটার।আগামী দুইদিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বর্ধিত পাঁচদিনে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে যশোর কুষ্টিয়া খুলনা এবং বরিশাল অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর পুনঃ সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

 

আমাদের কিছু যায় আসে না আমেরিকায় না গেলে প্রধানমন্ত্রী

আমাদের কিছু যায় আসে না আমেরিকায় না গেলে প্রধানমন্ত্রী | ভিসা নিষেধাজ্ঞা নিয়ে মাথা ব্যথা নেই আটলান্টিক পাড়ের আমেরিকায় না গেলে আমাদের কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন পৃথিবীতে আরও অনেক দেশ আছে তাদের সঙ্গে বন্ধুত্ব করবো।শনিবার ৩ জুন বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ সরকারে আছে বলেই দেশের মানুষের ‍উন্নতি হয়েছে। দেশে স্থিতিশীলতা না থাকলে এই উন্নতি হতো না। গত ১৪ বছর ধরে সবক্ষেত্রে আওয়ামী লীগ সবক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দেয়া টেলিভিশনে বসে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছে। করুন কে কী বলল আমরা দেখব না। আমরা আমাদের কাজ করে যাবো।রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে মন্দা চলছে জানিয়ে শেখ হাসিনা বলেন গ্যাস তেল কয়লার দাম বেড়ে গেছে কয়লা পাওয়াই যাচ্ছে না। আমাদেরও পেতে সমস্যা হচ্ছে। জানি গরমে সমস্যা হচ্ছে। আমরা তো লোডশেডিং দূরই করে দিয়েছিলাম। করোনা আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ না হলে এই সমস্যা হতো না।

 

পুলিশ পরিচয়ে সিকিউরিটি গার্ডের ৫ বিয়ে

পুলিশ পরিচয়ে সিকিউরিটি গার্ডের ৫ বিয়ে |পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে শাকিল হোসেন ৩১ নামে এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। শাকিল নওগাঁ জেলার বদলগাছি উপজেলার থুপ শহর এলাকার আব্দুল জলিলের ছেলে। বৃহস্পতিবার বিকেলে মিরপুর মডেল থানার মনিপুর কাঠালতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন।তিনি বলেন গ্রেফতারকৃত শাকিল সিকিউরিটি গার্ডের চাকরি করেন। কিন্তু তিনি পুলিশ পরিচয় দেন এবং এই পরিচয়েই তিনি ৫টি বিয়ে করেন। শাকিল একজন প্রতারক। তার নাম শাকিল হলেও তিনি সবাইকে পরিচয় দেন রানা নামে।

একটি বেসরকারি কম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করলেও তিনি নিজেকে পরিচয় দেন পুলিশের উপ সহকারী পরিদর্শক বা এএসআই হিসেবে। মানুষ যাতে বিশ্বাস করে তাই এই নামে তিনি আইডি কার্ড বানিয়েছেন পুলিশের ক্যাপ বানিয়েছেন পুলিশের জুতা এবং ওয়াকিটকিও কিনেছেন। এই ভুয়া পরিচয়েই তিনি বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক গড়েন এরপর বিয়ের নামে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে স্বামী স্ত্রী হিসেবে থাকেন। এরপর কিছুদিন থাকার পর পালিয়ে যান। এভাবে তিনি ৫টি বিয়ে করেন বলেও উল্লেখ করেন ওসি মোহাম্মদ মহসীন।

তিনি আরও বলেন একইভাবে তিনি ঢাকার বাড্ডা এলাকার এক মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে নিয়ে যান মিরপুর। বিয়ে করবেন বলে ৫০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেন। এরপর নিজে নিজেই বিয়ে পড়েন। কিন্তু বিয়ের কিছুদিন পরই তার গতিবিধি সন্দেহজনক ঠেকে মেয়ের কাছে।তাই তিনি ফোন করেন পুলিশের কাছে। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে প্রতারণার কথা স্বীকার করেন শাকিল। তার বাসা থেকে একটি পুলিশ আইডি কার্ড একটি ওয়ারলেস সেট একটি পুলিশ ক্যাপ এক জোড়া পুলিশের জুতা একটি ৫০ পঞ্চাশ টাকা সমমূল্যের নন জুডিসিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।

আইকনিক টাওয়ার ১৪২ তলা নির্মাণের পরিকল্পনা রয়েছে অর্থমন্ত্রী

আইকনিক টাওয়ার ১৪২ তলা নির্মাণের পরিকল্পনা রয়েছে অর্থমন্ত্রী |রাজধানীর পূর্বাচলে ১৪২ তলা আইকনিক টাওয়ার নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। তিনি বলেন রাজধানী ঢাকার পার্শ্ববর্তী এলাকায় চারটি স্যাটেলাইট সিটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে পদ্মা বহুমুখী সেতুর উভয় প্রান্তে বঙ্গবন্ধু স্যাটেলাইট সিটি নির্মাণসহ ঢাকার পূর্বাচলে আধুনিক ও নান্দনিক স্থাপত্য শৈলীসম্পন্ন ১৪২ তলা আইকনিক টাওয়ার নির্মাণের পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে একথা জানান অর্থমন্ত্রী। তিনি আরও বলেন জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের জন্য সমন্বিত অফিস ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে মাদারীপুর মানিকগঞ্জ ও গোপালগঞ্জ জেলায় এর নির্মাণ কাজ শুরু হয়েছে।উল্লেখ্য ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। বিশাল এ বাজেটের ঘাটতি ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা। আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা যা মোট জিডিপির ৫ দশমিক ২ শতাংশ।

সিপিডি সংকট মোকাবিলার স্বীকৃতি ও সমাধানের উদ্যোগ অপ্রতুল

সিপিডি সংকট মোকাবিলার স্বীকৃতি ও সমাধানের উদ্যোগ অপ্রতুল |আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলার স্বীকৃতি ও সমাধানের উদ্যোগ অপ্রতুল বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এ ছাড়া অর্থনৈতিক সংস্কারের বিষয়গুলোও বাজেটে পরিষ্কার করা হয়নি বলে জানিয়েছে সিপিডি। গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপনের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করে সিপিডি।

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন এই বাজেট এমন সময়ে দেওয়া হয়েছে যখন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ থেকে শর্ত সাপেক্ষে ঋণ নিয়েছে সরকার। বাজেট বক্তৃতায় তিনবার আইএমএফের নাম বলা হয়েছে। কিন্তু তাদের শর্তের ব্যাপারে পরিষ্কার করে কিছু বলা হয়নি। কিন্তু বাজেটে যেসব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেখানে আইএমএফের শর্ত পরিপালনের কিছুটা ইঙ্গিত রয়েছে। সার্বিকভাবে বলতে গেলে চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলার ক্ষেত্রে ঘোষিত বাজেটে স্বীকৃতি ও সমাধানের উদ্যোগ অপ্রতুল।

বাজেটে তিনটি বার্তা গুরুত্বপূর্ণ উল্লেখ করে ফাহমিদা খাতুন বলেন চলমান অর্থনৈতিক সংকট ও সমস্যার পরিপ্রেক্ষিতে সামষ্টিক অর্থনৈতিক যেসব সূচকের ভিত্তিতে বাজেট প্রাক্কলন করা হয়েছে সেগুলো বাস্তবতা বিবর্জিত। জিডিপির প্রবৃদ্ধি মূল্যস্ফীতি প্রবাসী আয়ের যে প্রাক্কলন করা হয়েছে সেগুলো অর্জন করা সম্ভব নয়। আবার অর্থনৈতিক সংস্কারের বিষয়েও পরিষ্কার করে কিছু বলা হয়নি বাজেটে। মূল্যস্ফীতির চাপ বা পণ্যের দামের লাগাম টানার জন্য যেসব প্রস্তাব বা সমাধানের কথা বলা হয়েছে তাও বাস্তবভিত্তিক নয়। সরকার মূল্যস্ফীতির হার ৬ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে।করমুক্ত আয়সীমা তিন লাখ থেকে বাড়িয়ে সাড়ে তিন লাখ করার উদ্যোগকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন সিপিডির নির্বাহী পরিচালক। তিনি বলেন করমুক্ত আয়ের সীমা বাড়ানোর উদ্যোগটি ভালো। তবে রিটার্ন জমা দিলে দুই হাজার টাকা ন্যূনতম করের বিধানটি প্রত্যাহার করা উচিত।